Shimanto Bank signs MoU with Kay Kraft to offer discounts on credit card purchases
— March 26, 2023RN Desk: Shimanto Bank Ltd recently signed a Memorandum of Understanding (MoU) with Kay Kraft at the bank’s head office….
২০১২ সালে ইয়াহু সার্চ ইঞ্জিনে সব চেয়ে বেশি বার খোঁজা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত তথ্য। ইয়াহু সার্চ ইঞ্জিন কোম্পানি সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ইয়াহু জানায়, সার্চ লিস্টের শীর্ষে ছিলো “নির্বাচন” শব্দটি। মার্কিন নির্বাচন ব্যাপকভাবে গণমাধ্যমেই আলোচিত হয়নি একইসঙ্গে এসংক্রান্ত আলোচানার ঢেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও পৌঁছে গেছে। ইয়াহুর তালিকা সেটাই প্রমাণ করলো।
ইয়াহু সার্চ ইঞ্জিনের ওয়েব ট্রেন্ড বিশ্লেষক ভেরা চ্যান জানান, ২০১২ সালে ইন্টারনেটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।
চ্যান আরো জানান, গত দশকে মাত্র দুটি বিষয় এরকম আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যু ও ২০১০ সালে বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম)তেলক্ষেত্রে বিস্ফোরণ।
ইয়াহু সার্চ ইঞ্জিনের সার্চ তালিকার দুই নম্বর স্থানে আছে আইফোন ফাইভ। চ্যান জানান, ২০০৭ সালে আইফোন প্রথম বাজারে আসার পর থেকেই সার্চ তালিকার শীর্ষে ছিল। তবে এবারই প্রথম কোনো নির্দিষ্ট মডেল সার্চ তালিকার শীর্ষ দশে আসলো।
২০১২ সালে মোস্ট ওয়ান্টেড ব্যক্তিত্ব হচ্ছেন কিম কার্দাশিয়ান। এবছর ইন্টারনেটের সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে হলিউডের এ অভিনেত্রীকে। এর পর শীর্ষ সার্চ তালিকায় আছেন মডেল কেট উপটন, ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন, প্রয়াত গায়িকা হুইটনি হিউস্টন, হলিউডের সেলিব্রিটি লিন্ডসে লোহান ও পপস্টার জেনিফার লোপেজ।