Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
নিজস্ব প্রতিনিধি: সাহানা সুমীর রচনায় এবং মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘রঙের রূপবান’ নামের নাটকে এই চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘রহিম বাদশাহ রূপবান কন্যা’ এ দেশের যাত্রা অঙ্গনে একটি জনপ্রিয় যাত্রাপালা।
সেই যাত্রাপালার নায়িকা চরিত্রে অভিনয় করলেন রুনা খান।নাটকটির যাত্রাপালার নায়ক চরিত্রে অভিনয় করেছেন সজল। অন্যান্য চরিত্রে রয়েছেন সানজিদা প্রীতি, শামীমা নাজনীন প্রমুখ।
সম্প্রতি পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হয়েছে। আগামী ঈদে নাটকটি একটি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।