Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
চলতি বছর ভয়েস অব আমেরিকা তার অনুষ্ঠান সম্প্রচারের ৭০ বছর পূর্তি করেছে। অপরদিকে ২০১৩ সালে উদযাপিত হবে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ৫৫তম বার্ষিকী। এ উপলক্ষে জেলা ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব- চুয়াডাঙ্গা এক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
সবকটি প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে ৩০ জনকে লটারির মাধ্যমে নিউইর্য়ক প্রবাসী বিশিষ্ঠ সাংবাদিক এবং বেতার ও টিভি ব্যক্তিত্ব, খ্যাতনামা ডিএক্সার এবং ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সংগঠক আকবার হায়দার কিরণের সৌজন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
এ প্রতিযোগিতায় শ্রোতাদের অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিযোগিতার কুইজ ও অংশগ্রহণের নিয়মকানুন:
১। ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান সম্প্রচার কোন সালে শুরু হয়?
(ক) ১৯৪১ (খ) ১৯৪৩ (গ) ১৯৪০ (ঘ) ১৯৪২
২। ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান সম্প্রচার কোন সালে শুরু হয়?
(ক) ১৯৫৫ (খ) ১৯৫৮ (গ) ১৯৬০ (ঘ) ১৯৬২
৩। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের বর্তমান প্রধানের নাম কি?
(ক) মাসুমা খাতুন (খ) সরকার কবির উদ্দীন (গ) রোকেয়া হায়দার (ঘ) ইকবাল বাহার চৌধূরী
৪। ভয়েস অব আমেরিকা থেকে দিনে কয়বার বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা হয়? (ক) ১ বার (খ) ২ বার (গ) ৩ বার (ঘ) ৪ বার
৫। ভয়েস অব আমেরিকার জনপ্রিয় কল – ইন শো হ্যালো ওয়াশিংটন কি বারে প্রচারিত হয়?
(ক) রবিবার (খ) সোমবার (গ) শনিবার (ঘ) বুধবার
৬। ভয়েস অব আমেরিকার বাংলা খবর বাংলাদেশের কোন এফএম রেডিও সম্প্রচার করে?
(ক) রেডিও আমার (খ) রেডিও ফূর্তি (গ) রেডিও টুডে (ঘ) রেডিও পদ্মা।
৭। ভয়েস অব আমেরিকার প্রযোজনা ‘হ্যালো আমেরিকা’ অনুষ্ঠানটি বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়?
(ক) চ্যানেল আই (খ) একুশে টিভি (গ) এনটিভি (ঘ) দেশ টিভি।
মূল প্রশ্নপত্রের ফটোকপি গ্রহণ যোগ্য হবে। কুইজের উত্তরপত্র আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির এর মধ্যে ডাক যোগে পৌঁছাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য নিচের ঠিকানায় ই-মেইল, ফোন ও এসএম এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
ফোন: ০১৭১২৪৪৭৩৫১ এবং ই-মেল: [email protected]