Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
ব্যাংক এশিয়া ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড বৃহস্পতিবার কার্ড চেক ইস্যুবিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী লংকাবাংলা কার্ড ব্যবহারকারীরা ব্যাংক এশিয়া প্রদত্ত কার্ড চেক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও প্রদান করতে পারবে।
ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহমুদ হোসেন ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী (চলতি দায়িত্বে) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম খোরশেদ আলম ও ইর্তেজা রেজা চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার (এসএমআর) মোঃ আরফান আলী, ইমরান আহমেদ, এইচএম মোস্তাফিজুর রহমান এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ ফিন্যান্সিয়াল অফিসার কামরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট এবং কার্ডস বিভাগের প্রধান একেএম রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি