Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সার্বজনীন ভূমিকা বা অবদান অনস্বীকার্য। তথ্যের পর্যাপ্ততা/সহজলভ্যতা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, নিরপেড়্গ ও প্রতিযোগীতামূলক বাজার ব্যবস’ার নিশ্চচয়তা প্রদান করে এবং প্রানি-ক জনগোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী বা স্বয়ংসমপূর্ণ হতে সাহায্য করে। ডিজিটাল প্রযুক্তির ফলে কোন জিনিস সহজে হাতের নাগালে পাওয়া যায় বা যেকোন স’ান থেকে সেবা পাওয়া যায়, সেবাকে ভোক্তার দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় ফলে ব্যবসায়িক লেনদেনের মূল্য কমে যায়। উদ্ভাবনশীলতা, লেনদেনের মূল্যহ্রাস এবং সর্বোপরি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ প্রকারান-রে বিনিয়োগ পরিবেশকে উন্নত করে যার ফলে সরকারি বেসরকারি উভয় খাতের কর্মদক্ষতা বেড়ে যায়।
০২। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তথা আর্থিক খাতকে পরিপূর্ণভাবে ডিজিটালাইজড করতে সরকারের দৃঢ় অঙ্গীকার বাসত্মবায়ন করার জন্যে অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বোচ্চ দড়্গতা ও নিপুণতার সাথে সেবা প্রদান করার লড়্গ্যে বাংলাদেশের আর্থিক খাতকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ৫ বছর মেয়াদি ক্েশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনার চূড়ানত্ম লড়্গ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংককে উন্নত প্রযুক্তিনির্ভর আনত্মর্জাতিক মানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করা। সামপ্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের তৈরিকৃত ও বাসত্মবায়িত ৮০টি সফটল্পওয়্যার এর মাধ্যমে বিভিন্নমুখী কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
০৩। বাংলাদেশ ব্যাংক বিগত দু’বছরে অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, ই-টেন্ডারিং, ই-রিক্রুটমেন্ট, অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, ইঊঋঞঘ, মোবাইল ব্যাংকিং, অনলাইন সিআইবি ইত্যাদি কার্যক্রম চালু করেছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংক ল্যান/ইন্টারনেট/ইন্ট্রানেট প্যাকেজ, এন্টারপ্রাইজ রিসোর্স পস্নানিং প্যাকেজ, ব্যাংকিং এ্যাপিস্নকেশন প্যাকেজ, এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউজ প্যাকেজ ইত্যাদি প্রতিষ্ঠা করা হয়েছে/হচ্ছে। অপরদিকে, একটি দড়্গ ও গতিশীল ব্যাংকিং ব্যবস’া গড়ে তোলাসহ বাংলাদেশ ব্যাংককে আরো মানবিক, অংশগ্রহণমূলক, অনত্মর্ভুক্তি মূলক এবং জনহিতৈষী বৈশিষ্ট্যে রূপানত্মর করার জন্যে বিগত দু’বছরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বেশ কিছু নীতিগত, আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষি, ড়্গুদ্র উদ্যোক্তা এবং পরিবেশবান্ধব স্েরশক্তি, বায়োগ্যাস ও ইটিপি ইত্যাদি খাতে অর্থায়ন বৃদ্ধি করা হয়েছে। এ সমসত্ম পদড়্গেপ/কার্যক্রমের ফলাফল সুদূর প্রসারী। ব্যাংকিং খাতকে আধুনিকায়ন/ডিজিটাইজেশন করার পদড়্গেপসমূহ গ্রহণের ফলে তা আর্থিক খাত তথা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে ।সংবাদ বিজ্ঞপ্তি: