Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
বিষন্নতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সেবনের পরও যাদের সমস্যা দূর হচ্ছে না ‘কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি’র (সিবিটি) মাধ্যমে তাদের সমস্যা দূর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি) মনোরোগ চিকিৎসায় ব্যবহৃত কাউন্সেলিংয়ের একটি বিশেষ পদ্ধতি। এতে রোগীর নিজের কথা বলার মাধ্যমে নিজের সম্পর্কে চিন্তাভাবনা ও আচরণ পরিবর্তনে উদ্বুদ্ধ করা হয়।
অন্যান্য চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সেবনের পাশাপাশি সিবিটি চিকিৎসার অধীনে থাকলে অধিকাংশ ক্ষেত্রে বিষণœতার সমস্যা দূর হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাড়ে চার শতাধিক বিষন্নতার রোগীর চিকিৎসা প্রক্রিয়া একবছর ধরে পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা এ তথ্য দেন বলে জানায় বিবিসি।
স্বাস্থ্য বিষয়ক ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, বিষন্নতায় ভোগা দুই তৃতীয়াংশ রোগী অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধগুলোতে কোনো উপকার পান না।
গবেষণায় অ্যান্টি-ডিপ্রেস্যান্ট সেবন করেও উপকার না পাওয়া ৪৬৯ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এদের দু’দলে ভাগ করে পরবর্তী এক বছর ধরে এক দলকে শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। অপর দলকে ওষুধের পাশাপাশি সিবিটি চিকিৎসাও দেয়া হয়।
একবছর পর ওষুধের পাশাপাশি সিবিটি চিকিৎসা গ্রহণকারী ২৩৪ জনের মধ্যে ৪৬ শতাংশের বিষন্নতার লক্ষণ অন্ততপক্ষে ৫০ শতাংশ কমে যেতে দেখা যায়। অন্য দলটিতে মাত্র ২২ শতাংশের মধ্যে এ হারে বিষন্নতা কমে।
প্রতিবেদনে বলা হয়, সিবিটির মাধ্যমে বিষন্নতার লক্ষণ কমার পাশাপাশি রোগীর জীবনযাপন পদ্ধতিতেও উন্নতি লক্ষ করা গেছে। এক বছর সময়ের মধ্যে এটি অব্যাহত ছিলো।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেন্টাল হেলথ, অ্যাডিকশন অ্যান্ড সুইসাইডের গবেষক নিকোলা উইলস বলেন, গবেষণায় অন্তর্ভুক্ত সিবিটি চিকিৎসা নেয়া সবার ক্ষেত্রে বিষন্নœতা কমেনি। এদের বিষন্নতার মাত্রা চরম আকার নেয়ায় সিবিটি কাজ করেনি।
তবে যাদের সিবিটি চিকিৎসার ফলে সমস্যা কমেছে তারা সবাই নিজের জীবনযাপন পদ্ধতি বদলাতে প্রয়োজন হতে পারে এমন বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের জন্য প্রতি সপ্তাহে একজন মনোবিজ্ঞানীর সঙ্গে এক ঘন্টা করে সময় ব্যয় করেছেন বলে জানানো হয়।