BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঝুকি নিয়ে জীবনের সব কাজ করতে হয়। আর সকল ভাল মন্দ কাজের সাথে ঝুকি শব্দটি রয়েই গেছে। সেই জন্যই ইংরেজীতে একটা কথা আছে। ‘‘নো রিক্স নো গেইন’’। ঝুকি ছাড়া জীবনে উন্নতি করাও যায় না। মানুষকে ঝুকির মধ্যে ফেলে দিয়েই রায়গঞ্জের সাথে উত্তরবঙ্গের একমাত্র যাতায়াতে জন্য ফুলজোড় নদীর উপর স্থাপিত ব্রীজটি নতুন করে মেরামত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুরু থেকেই নানা অভিযোগ, অনুযোগ রয়ে গেছে প্রায় ৬ কোটি টাকার এই কাজের উপর। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ইলেক্ট্রনিক্স মিডিয়াতে ফলাও করে প্রচারও হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হাজার হাজার মানুষের জন্য পারাপারের সঠিক ব্যবস্থা না করে ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়েছে প্রায় চারমাস ধরে। একটা নৌকার ব্যবস্থা করা হলেও সেখান দিয়ে খালি মানুষও পার হতে স্তরের মধ্যে থাকতে হয়। পরে স্থানীয়রা বাঁশের সাকো দিয়ে জনগণের পারাপারের জন্য ব্যবস্থা করেন। সেখানেও ঝুকি নিয়েই পার হচ্ছে শিশু বৃদ্ধ আর স্কুলগামী ছেলে-মেয়েরা। এব্যাপারে কর্তৃপক্ষের কোন নজর নেই তাতে।