Bubly, Roshan pair up in rom-com
— March 11, 2023RN Desk: Dhallywood actress Shabnom Bubly paired up with Ziaul Roshan in a new film titled “Tumi Jekhane Ami Shekhane,”…
বসন্তের পাখির গান শোনা যাচ্ছে । ধিরেন্দ্র স্যার ছাত্র – ছাত্রীদের একটি ক্লাস পরীক্ষা দিচ্ছে । পরীক্ষাটি হলো গণিত । সোহাগের মাথায় অঙ্কগুলো কিছুতেই ঢুকছে না । শুধু কলম কামরাচ্ছে । তার ডান পাশে প্রিন্স বসেছিল । প্রিন্স স্যারের অনুমতি নিয়ে একটু পানি খেতে গেল । ঠিক তখন সোহাগ প্রিন্সের পরিক্ষার বাড়তি কাগজ চুরি করে নিজের খাতায় লাগাল । সোহাগ আরো কয়েকজনের পরীক্ষার বাড়তি কাগজ চুরি করে নিজের খাতায় লাগিয়ে নিল । দু’ দিন পর ধিরেন্দ্র স্যার পরীক্ষার খাতা দিল । ধিরেন্দ্র স্যার বলল , যারা যারা ফেইল করেছো তারা দাঁড়াও । শুধু সোহাগ বসে থাক । প্রিন্স , এনা , বাচ্চু ও করিম কান ধরে দাঁড়াল । ধিরেন্দ্র স্যার সোহাগকে তার কাছে আসতে বলল । সোহাগ স্যারের কাছে গেল ।
স্যার বললেন , সোহাগ তোমার খাতায় পৃষ্ঠা ছিল তবুও কেন বাড়তি কাগজে লিখেছ ?
সোহাগ বলল , স্যার আমি বাড়তি কাগজে সুন্দর করে লিখতে পারি ।
স্যার বলেন , আমার যতটুকু মনে আছে আমি তোমাকে কোন বাড়তি কাগজ দেই নি । আর সবচেয়ে বড় কথা তোমার হাতের লেখা পাঁচ রকমের কেন ?
সোহাগ চুপ হয়ে গেল । ধিরেন্দ্র স্যার সোহাগকে চরম ধোলাই দিলেন । আর যারা ফেইল করেছে তারাও মার খেল । সেদিন বিকেলে সোহাগ , প্রিন্স ও করিম একটা চায়ের দোকানে বসে গল্প করছে । সোহাগ বলল , ধিরেন্দ্র স্যারের একটা ডাক নাম বানিয়েছি ।
প্রিন্স বলল , ডাক নামটা কি ?
সোহাগ বলল , ডাক নামটা হলো ইন্দ্রের পোলা ধিরেন্দ্র ।
সবাই হা হা করে হেসে উঠল । সোহাগ ও করিম সিগারেট টানছে এবং প্রিন্স চায়ে চুমুক দিচ্ছে । সন্ধ্যা বেলা তাদের আড্ডা শেষ হলো । ধিরেন্দ্র স্যার আবার একদিন গণিত পরীক্ষা নিলেন । আগে যারা ফেইল করেছিল তারা এবারও ফেইল করল । আবার স্যারের কাছে ধোলাই খেল । সেদিন বিকেলে সোহাগ ও করিম চায়ের দোকানে বসে সিগারেট টানছে ও গল্প করছে । সোহাগ বলছে , শালা ইন্দ্রের পোলা আজকেও আমারে মারল ।
করিম বলল , ঐ শালায় শুধু তোরে মারছে আমদেরও তো মারছে ।
একদিন সোহাগদের এলাকায় মুষ্টিযুদ্ধ খেলা হলো । সোহাগ সেই খেলায় নাম দিল । প্রথমে সোহাগ প্রতিপক্ষের কাছে প্রচুর মার খেল । তারপর সোহাগ পাগলের মতো ক্ষেপে গিয়ে প্রতিপক্ষকে মার দেওয়া শুরু করল । অবশেষে সোহাগ জয় লাভ করল । তারপর থেকেই সোহাগের নাম হলো পাগলা মুক্তিযোদ্ধা ।
১৯৭১ সাল । সারা দেশে শুরু হলো মুক্তিযুদ্ধ । সোহাগ , এনা , বাচ্চু , করিম ও প্রিন্স ভারতে গিয়ে প্রশিক্ষন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল । একদিন পাকিস্তানিদের সাথে তাদের প্রচণ্ড যুদ্ধ লাগল । অনেকক্ষণ যুদ্ধের পর পাকিস্তানিরা পরাজিত হলো । কিন্তু শত্রুর শেষ বুলেটটি সোহাগের কপালে লাগল । সে শহীদ হলো । তারপর কেও তাকে পাগলা যোদ্ধা বলল না । বলল , পাগলা মুক্তিযোদ্ধা । তার বন্ধুরা তাকে দাফন করল । আর শপথ করল তারা দেশ স্বাধীন করবেই ।
দেশ স্বাধীন হলো । সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে । করিম একদিন স্বপ্নে দেখল , সোহাগ বলছে শালা ইন্দ্রের পোলা আজকেও আমাকে মারছে । করিম লাফ দিয়ে উঠে বলল , সোহাগ তুই কি আবার ফিরে আসলি ।
লেখকঃ মেহরাব হক খান
শ্রেণিঃ ষষ্ঠ
রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ