BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জুন শান্তিপূর্ণ ভাবে ভোগ গ্রহন সম্পন্ন হলেও শুধু মাত্র মহদীপুর ইউনিয়নের ফলাফলকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে ১টি বাজাজ ডিসকভার মোটর সাইকেল পুড়িয়ে দেয়া সহ অর্ধশত গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৮৫ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। ভ্রাম্যমান আদালতের রায়ে জেলসহ জরিমানা-৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে জানা গেছে, ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হওয়ার পর যথারিতি বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়। কিন্তু একমাত্র মহদীপুর ইউনিয়নে বেসরকারী ফলাফল ঘোষনার পূর্ব মুহুর্তে নির্বাচিত ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে ঘোষনা মানা- না-মানা নিয়ে সৃষ্ট ঘটনার সূত্রপাত ঘটে। এর পূর্বে সুষ্ঠভাবে নির্বাচন চলাকালে ৬টি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল মোক্তাব্দির আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদ্বন্দ প্রদান করেন ও ১ জনকে ১ হাজার টাকা জরিমানাসহ জেলহাজতে প্রেরণ করেন। ৬টি ইউনিয়নের মধ্যে ২ নং হোসেনপুর ইউনিয়নে আলী আশরাফ জিয়াউল ইসলাম গরুরগাড়ী প্রতীকে ৩হাজার, ৪শ, ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্ধি সুলতান মাহামুদ তালা প্রতীকে পেয়েছেন ২হাজার ৩ শ ৮ ভোট। ৭নং পবনাপুর ইউনিয়নের শাহনাজ পারভিন দেওয়ালঘড়ি প্রতীকে ৩হাজার ৮শ ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি সাইফুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪ ভোট। ৬নং বেতকাপা ইউনিয়নে রোজীনা বেগম মিনা দেওয়াল ঘড়ি প্রতীকে ৫ হাজার ৯শ ৯৬ ভোটে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম আব্দুল হান্নান সরকার আনারস প্রতীকে পেয়েছে ৪ হাজার ৪৮ ভোট। ৮নং মনোপুরপুর ইউনিয়নে মাজেদার রহমান দুলু দোয়াতকলম প্রতীকে ৪ হাজার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধি মিজানুর রহমান চটকু মাইক প্রতীকে পেয়েছে ৩ হাজার ৯শ ৭১ ভোট। ৯নং হরিনাথপুর ইউনিয়নে জরিদুল হক গরুরগাড়ী প্রতীকে ২ হাজার ৮শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধি রসু চৌধুরী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছে ২ হাজার ৩শ ৬৮ ভোট এবং ৫নং মহদীপুর ইউনিয়নে নুরুল আমিন সুজা চশমা প্রতীকে ৩ হাজার ৫শ ৮৮ ভোটে নির্বাচিত হয়েছে, তার নিকটতম তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছে ৩হাজার ৫শ ৭২ ভোট। মাত্র এই ১৬ ভোটকে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা রণক্ষেত্রে পরিনত হয়।