Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
দিনাজপুর প্রতিনিধি : ২১জুন মঙ্গলবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর কর্তৃক দিনাজপুর জেলা ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের অরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ।
অরিয়েন্টেশন কোর্সের মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন কৌশল, ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের প্রতিরোধ কর্মসূচী, পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন দুর্ণীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার পরিচালক আব্দুল বায়েছ মিয়া। দুর্ণীতি প্রতিরোধ কমিটি গঠনের ভুমিকা, প্রেক্ষাপট, উদ্দেশ্য, লক্ষ্য এবং ‘‘জেলা/ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সহযোগী সংস্থার গঠন তন্ত্র ও কার্য নির্দেশিকা’’ পর্যালোচনা বিষয়ে এবং জেলা/ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি কর্তৃক অর্থ ব্যয় পরিচালনা পদ্ধতি, হিসাব রক্ষন ও নথি ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আব্দুল গাফ্ফার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।