Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নির্বাচনে ১০টি ইউনিয়নে ১৯জুন শামিত্মপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ১০ইউপিতে চেয়ারম্যান ৪৪জন, সাধারণ সদস্য ৪২১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৩৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নগুলো হলো-বেলাইচন্ডী, মন্মথপুর, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, ১০ ইউপিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৬১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২২ জন ও মহিলা ১ লাখ ৩ হাজার ৫৯০ জন।
উলেস্নখ্য, পার্বতীপুর উপজেলায় ১০টি ইউনিয়নের নির্বাচনের জন্য র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর নিরাপত্তার দায়িত্বে ছিল।