BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
‘‘থাইল্যান্ড বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বন্দর সুবিধার কারণে চট্টগ্রামে অধিকতর বিনিয়োগ বিশেষতঃ এগ্রোবেইজড সেক্টরকে প্রাধান্য দিয়ে একক বা যৌথভাবে বিনিয়োগ করতে আগ্রহী।’’ ২২ জুন থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র ২৯ সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধিদল নেতা মি. সংসাক লিমবা নায়েন (Mr. Songsak Limba Nyen) দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে মতবিনিময়কালে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কোন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি বিমান সার্ভিস চালুর ব্যাপারে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস প্রদান করেন।
স্বাগতঃ বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি জনাব মোরশেদ মুরাদ ইব্রাহিম থাই প্রতিনিধিদলের চট্টগ্রাম সফর এবং অত্র চেম্বারের সাথে মতবিনিময়সহ চট্টগ্রামে অধিকতর থাই বিনিয়োগ কামনা করেন এবং এতদ্বিষয়ে চেম্বারের পক্ষ থেকে অতীতের ন্যায় যেকোন ধরণের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। বাংলাদেশের সস্তা ও দক্ষ জনশক্তির কথা উল্লেখ করতঃ থাইল্যান্ডের হাইটেক প্রযুক্তিসম্পন্ন শিল্পসমূহ বাংলাদেশে স্থাপনপূর্বক বিভিন্ন দেশে এসব পণ্যের অধিকতর রপ্তানী নিশ্চিত করণের মাধ্যমে উইন উইন সুবিধা উপভোগ করার ব্যাপারে থাই প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন।
থাই প্রতিনিধিদল সদস্য এবং থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র সভাপতি মি. মিগপেন্ট ছায়াভি সিতিপ (Mr. Mingpant Chayavichitsilp) বলেন-বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও এর প্রাকৃতিক প্রাচুর্যতা অফুরান এবং বিগত কয়েক বছরে এদেশ বিভিন্ন খাতে আশাতীত সাফল্য প্রমাণে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন। চেম্বারের প্রাক্তন সভাপতি জনাব সফিউর রহমান ও ইঞ্জিনিয়ার আলী আহমেদ কোরিয়ান ইপিজেড’র আদলে চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ থাই ইপিজেড স্থাপনসহ অধিকতর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভিসা ইস্যুকরণ পদ্ধতি আরো সহজীকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। চেম্বার পরিচালক মোহাম্মদ শাহিন আলম ও ক্যাপ্টেন শফি চৌধুরী তাঁদের বক্তব্যে অবকাঠামো উন্নয়ন, এগ্রোবেইজড ইন্ডাস্ট্রিসহ সংশ্লিষ্ট খাতে উভয়দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে নিবিড় সহযোগিতা কামনা করেন। সভায় বিশিষ্ট ব্যবসায়ী এ.কিউ.আই চৌধুরী ওবিই, প্রফেসর এমডিএম কামালউদ্দিন চৌধুরী ও স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী তাঁদের বক্তব্যে চট্টগ্রাম-ব্যাংকক রুটে মাত্র একঘন্টায় যাতায়াত সুবিধাকে কাজে লাগিয়ে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ সর্বজনাব এম. এ. ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এস. এম. মাহবুবুল ইসলাম, আশিক ভূঁইয়া, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ জহুরুল আলম, আফসার হাসান চৌধুরী (জসিম), ওমর ফারুক ও চেম্বারের প্রাক্তন পরিচালক এস. এম. আবু তৈয়বসহ চট্টগ্রামের বিপুল সংখ্যক নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং শিল্পপতিবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় শিল্পোদ্যোক্তাবৃন্দ ও থাই বাণিজ্য প্রতিনিধিবৃন্দের মধ্যে ওয়ান টু ওয়ান বিজনেস মিটিং অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি