BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থ যাহা স্থানীয় উপজেলা পরিষদের পি.আই.ও এর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। সেই টাকা নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে রাস্তা সংস্কারের জন্য দেওয়া হলে স্থানীয় চেয়ারম্যান ও ক্ষমতাশীন দলের কিছু নেতাকর্মীরা ভাগ করে খেয়ে ফেলে।
এ ব্যাপারে প্রতিবেদক উপজেলার দ্বায়িত্বরত কর্মকর্তার সাথে ফোনে কথা বললে তিনি বলেন বরাদ্দকৃত টাকার কাজ আমি নিজে গিয়ে দেখে এসেছি রাস্তা সংস্কারের কাজগুলো সন্দর ভারে সম্পূর্ণ হয়েছে।
পুনরায় আবারও তাহাকে ফোন করো রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি রাস্তা সংস্কার কমিটিদের সভাপতি,সাধারন সম্পাদক যথাক্রমে স্থানীয় চেয়ারম্যান মোক্তার হোসেন,ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জনাব গিয়াসউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো।