Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহঃ ঝিনাইদহে সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পোষ্ট অফিস মোড়ে পৌছালে পুলিশ মিছিলে বাঁধা দেয়। পুলিশী বাঁধা উপেক্ষা করে মিছিলটি শহরের পায়রা চত্বর ঘুরে কেপি বসু সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিএনপি নেতা আব্দুল মতলেব মিয়ার সভাপতিত্বে সমাবেশে দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার বিনামূল্য সার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউরিয়া সারের দাম দিগুন করেছে। দেশ পরিচালনায় ব্যর্থ ভারতের তাবেদার সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তিনি আহবান জানান।