Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
সিরাজুল ইসলাম সজল, ঝালকাঠী : ঝালকাঠি সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি কোঠা বৃদ্ধির দাবীতে গত বুধবার (২২জুন) ছাত্ররা কলেজের প্রধান গেটসহ সকল গেটে তালা মেরে কলেজে বিক্ষোভ মিছিল করে। বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় দেড় ঘন্টা এ কর্মসুচী পালন করে। মোবাইলে এমপি আমীর হোসেন আমু আশ্বস্ত করলে ছাত্ররা কর্মসূচী স্থগিত করে। শেষ পর্যন্ত দ্বাদশ শ্রেণীর ছাত্র আতিকুল ইসলাম হ্র্দয়’র নেতত্ব বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজের প্রধান গেটসহ সকল গেটে তালা খুলে দিয়ে বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ছাত্রদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে কথা বলে।
এব্যাপারে ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কোঠার বেশি একজন ছাত্র ভর্তি করা যাবে না। যদি করা হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই আমার কিছুই করার নেই। তিনি আরো জানান, এইচএসসির ভর্তি কোঠায় এবার বিজ্ঞান, মানবিক এবং বানিজ্য বিভাগে ১৫০ জন করে কোঠা নির্ধারিত আছে। কিন্তু আবেদন আছে ৮ শ’রও বেশী। তাছাড়া কোঠা বৃদ্ধির কথা জানিয়ে গত ১৪ মে বোর্ডের চেয়াম্যানকে অবগত করেছিলাম। তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রেসপন্স পাইনি। অপরদিকে বিক্ষুদ্ধ ছাত্ররা জানিয়েছে আমরা আমাদের জেলার কলেজে ভর্তি হতে না পারলে অন্য জেলায় গিয়ে পড়াশুনার খরচ কে দেবে। অধ্যক্ষ স্যারের সাথে এব্যাপারে আমরা বার বার যোগাযোগ করেও কোন সুফল না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। ভর্তি উপেক্ষিত ছাত্ররা জানায় সামান্য কোঠার কারনে ৩.৪৪ থেকে ৫৬ পয়েন্ট পাওয়া ছাত্ররাও এ কলেজে ভর্তি হতে পারছেনা। বর্তমানে ৮১০ টি ভর্তি ফরম দেয়া হলেও কোঠানুযায়ী ভর্তি করা হয়েছে অনেক কম। আগামী দুদিনের মধ্যে যদি কোঠা বৃদ্ধি করা না হয় তা হলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, এইচএসসিতে ভর্তি কোঠা বৃদ্ধির জন্য বোর্ডে যোগাযোগ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ যদি নির্ধারিত কোঠার পরও আরো কিছু শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয় তাহলে সংকট কেটে যাবে। তারপরও চেষ্টা অব্যাহত রয়েছে। ঝালকাঠি-২ (রাজাপুর কাঠালিয়া) আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে ও লোকাল বোর্ডকে এ ব্যাপারে বলা হয়েছে। লোকাল বোর্ড ( বরিশাল শিক্ষা বোর্ড) থেকে আমরা এ সু যোগ পেতে পারি। আরো যাতে কিছু ছাত্র ভর্তি হতে পারে তার জন্য চেষ্টায় আছি।