Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুরু হয়েছে। উদ্বোধনীয় দিনে সোমবার ৬টি দল অংশ নেয়। উদ্বোধনীয় ম্যাচে বালক গ্রুপে হালিমাখাতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে ও বালিকা গ্রুপে পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মসজিদবাড়ী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। সকালে স্থানীয় পুরাতন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন। টুর্ণামেন্টে পৌরসভার ১৬টি বালক ও ১৬টি বালিকা দল অংশ নেয়।