Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
জাতীয় স্বার্থে সমবায় অঙ্গন নিয়ে নানামুখী ষড়যন্ত্র এবং সমবায় অঙ্গনে অসমবায়ীদের পদচারনা বন্ধ হোক – এ দাবী জানান সমবায় ফেডারেশন সমূহের নতুন সংগঠন ‘সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদ’ এর নেতৃবৃন্দ । এ সংগঠনটির আত্ম প্রকাশ উপলক্ষে গত ২৭ শে অক্টোবর,২০১১ ইং বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবী করেন। সংগঠনের আহবায়ক, ঢাকা সেন্ট্রাল মাল্টিপারপাস কো-অপারেটিভ ফেডারেশন লি: (ডিসিসিএফ) এর সম্মানিত মহাসচিব জনাব এইচ. এন. এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সমবায় উন্নয়ন ফোরাম ঢাকা লি: এর সভাপতি জনাব এস এ মাহমুদী সাব্বীর এর সঞ্চালনে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদ ও সমবায় ফেডারেশন সমূহের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সাংবিধানে সমবায়কে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদ অড়্গুন্ন এবং দেশ ও জাতির উন্নতি ত্বরান্বিত করতে সমবায় সেক্টরকে যুগোপযোগী করে তোলার জন্য বিদ্যমান আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের জোর দাবী তুলে ধরেন।
উলেস্নখ্য যে এর আগে গত ২৬/১০/১১ ইং তারিখে সর্বসম্মতিক্রমে ঢাকা সেন্ট্রাল মাল্টিপারপাস কো-অপারেটিভ ফেডারেশন লি: (ডিসিসিএফ) এর সম্মানিত মহাসচিব জনাব এইচ. এন. এম শফিকুর রহমানকে আহবায়ক এবং সমবায় উন্নয়ন ফোরাম ঢাকা লি: এর সভাপতি জনাব এস এ মাহমুদী সাব্বীরকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- যুগ্ম আহবায়ক – আবুল খায়ের মানিক (সমবায় উন্নয়ন ফোরাম), অধ্যাপক মো: জাকির হুসাইন (ডিসিসিএফ) ও আবদুল মালেক (কালব) এবং যুগ্ম সচিব মো: জহির উদ্দীন মিয়া (সমবায় উন্নয়ন ফোরাম) ও জনাব মো: হাবিবুর রহমান (ডিসিসিএফ)।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন দেশের সমবায় ফেডারেশন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমন্বয়কারী
সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদ
অর্থ বরাদ্দ পত্র
সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক মিডিয়া, সংবাদ পত্র ও সংবাদ কর্মীদের জন্য আপ্যায়ন ও অন্যান্য খরচ বাবদ আনুমানিক ১,২০,০০০/- (একলড়্গ বিশ হাজার) টাকা প্রয়োজন।
আবুল হোসাইন মাহমুদ
চ্যানেল সমূহের নাম
বৈশাখী
সময় টিভি
ইন্ডিপেনডেন্ট
মোহনা
মাইটিভি
আরটিভি
এটিএন নিউজ
চ্যানেল আই
দেশ টিভি
ইসলামিক টিভি
সংবাদ পত্র/সংবাদ মাধ্যম
দৈনিক সংবাদ
প্রথম আলো
ইন্ডিপেনডেন্ট
ইনকিলাব
ভোরের কাগজ
নিউ নেশন
বাংলাদেশ টুডে
ফোকাস বাংলা
বাসস
ফটো বাংলা
জনকণ্ঠ
যুগানত্মর
নয়া দিগনত্ম
………………
আজকালের খবর
বাংলাদেশ সময়
ভোরের ডাক
বাংলা নিউজ ২৪
কালবেলা
দৈনিক প্রভাত সংবাদ বিজ্ঞপ্তি