Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
২৪ জুন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সার্বিক সহযোগিতায় চট্টগ্রামে জাপানী আইটি কোম্পানী আনুষ্ঠানিকভাবে তাদের ব্রাঞ্চ অফিসের কার্যক্রম শুরু করে। নগরীর অভিজাত হোটেল পেনিনসুলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানীর সভাপতি মি. সুমিওকি কাওয়াহারা (Mr. Sumiyuki Kawahara)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি জনাব এম. এ. লতিফ এম.পি.। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জাপানের অনারারী কনস্যুল জেনারেল মোঃ নুরুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ মি. মাসাতোশী সাইটো (Mr. Masatoshi Saito), টোকিওস্থ ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার মি. মাসাতোমো কাওয়াহারা (Mr. Masatomo Kawahara) এবং উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. লতিফ এম.পি. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অন্যতম সহযোগি জাপানের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন। তিনি জাপানী কোম্পানীর ব্রাঞ্চ অফিস খোলার মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে দিবে বলে মন্তব্য করেন। জনাব লতিফ কোম্পানীর উন্নয়নে সকল কর্মকর্তা ও কর্মচারীকে তাদের মেধা, সুনাম, অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সফলতার শীর্ষে পৌঁছে দেয়ার অনুরোধ করেন। তিনি কর্মরতদের বিশেষ দূত উল্লেখ করে তাদের কর্মের মাধ্যমে দেশ গড়তে সচেষ্ট হওয়া এবং মানব সম্পদ উন্নয়নে দক্ষ কর্মী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীর সভাপতি মি. সুমিওকি কাওয়াহারা চট্টগ্রামে তাদের ডাটা এন্ট্রি সেন্টার খোলার ব্যাপারে চিটাগাং চেম্বারের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং’র মাধ্যমে তাদের কোম্পানী যাতে এদেশে No. 1 হতে পারে সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। মি. কাওয়াহারা তার কোম্পানীর ভিশন হাই কোয়ালিটি, হাই সিকিউরিটি ও হাই এ্যাকুরেচি বলে উল্লেখ করে কর্মসংস্থান সৃষ্টিসহ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনেও অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসংগে উল্লেখ্য, বেসরকারী খাতে জাপানের ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তাদের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহে ওয়ান স্টপ সার্ভিস প্রদানের নিমিত্তে টোকিওতে ’’চিটাগাং চেম্বার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড প্রমোশন সেন্টার’’ নামে একটি অফিস স্থাপন পরবর্তীতে উক্ত জাপানী আইটি কোম্পানীটি চট্টগ্রামে তাদের ব্রাঞ্চ অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিকভাবে ৭ জনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ফিলিপাইনে প্রেরণ করার পাশাপাশি দেশেও প্রশিক্ষণ প্রদান করে। সংবাদ বিজ্ঞপ্তি