Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
গাইবান্ধা প্রতিনিধিঃ
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে যাত্রী ছাউনি ও ট্রাফিক পোস্ট না থাকায় প্রতিদিনই যাত্রী ও পথচারীরা বিভিন্নভাবে দূর্ভোগের স্বীকার হচ্ছে। গোবিন্দগঞ্জে প্রতিদিন যাত্রীবাহী বাস, মিনিবাস, টেম্পু, অটোরিক্সা, ভ্যান, সিএনজি, মটর সাইকেল, রিক্সা, ভটভটিসহ বিভিন্ন যানবাহন উত্তর-দক্ষিণ, ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পশ্চিমে যানবাহন উত্তর-দক্ষিণ ঢাকা-রংপুর মহাসড়ক গোবিন্দগঞ্জ-দিনাজপুর রোড, গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ রোডে চলাচল করে। মুল চারটি রাস্তা থেকে বিভিন্ন যানবাহন এসে চার মাথায় যানজটের সৃষ্টি করে। চার মাথায় কোন যাত্রী ছাউনী না থাকায় বিশেষ করে বৃষ্টির দিনে চরম ভোগান্তীতে পড়ছে। রাস্তার দু’পার্শ্বে হোটেলের সামনে কোচ, নাইট কোচ এসে দীর্ঘ সময় থামিয়ে যানজটের সৃষ্টি করে। এতে রাস্তা পাড়াপাড়ে জনসাধারনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এলাকার হাজার হাজার জনতা প্রতি রবিবার ও বৃহষ্পতিবার গোবিন্দগঞ্জ শহরের হাটে আসেন দূর দূরান্ত থেকে। এর সাথে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াত, হাসপাতাল, ক্লিনিকের রোগী বহনকারী এম্বুলেন্স যানজটের কারণে গন্তব্যস্থলে পৌছাতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। তবে, পুলিশের কোন ভি.আই.পি ডিউটি থাকলে উক্ত চারমাথা একেবারে ক্লিয়ার থাকে! গোবিন্দগঞ্জে অনতিবিলম্বে চারমাথায় জরুরীভাবে ট্রাফিক পোস্ট স্থাপন প্রয়োজন এবং সাথে আরো জরুরী হয়ে পড়েছে যাত্রী ছাউনী। এ ব্যপারে এলাকাবাসী চারমাথায় ট্রাফিক পোস্ট ও যাত্রী ছাউনীর জন্য জোর দাবী জানিয়েছেন।