Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
কালিয়াকৈরের বোর্ড মিল এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ফ্যাশন নিট কোম্পানি লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।কারখানার অ্যাসিস্ট্যান্ড এইচ আর রাসেল বকাউল জানান, নিজস্ব মাইক্রোবাসে করে দু’জন কর্মকর্তা আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত কোম্পানির আরেকটি কারখানা থেকে কর্মীদের বেতন-ভাতার এক কোটি ৩৩ লাখ টাকা নিয়ে কালিয়াকৈরের পাশাগেট এলাকার কারখানায় আসছিলেন। তারা শফিপুর-বড়ইবাড়ি সড়কের বোর্ড মিল এলাকায় পৌঁছালে তিন মোটরসাইকেলে করে অস্ত্রধারী ছয় যুবক মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।