Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
করোনার আগুন
– কাজী তাহমিনা রেবা (মাদারীপুর)
করোনার আগুন চারিদিকে
কোথায় পালাবে ? চারিদিকে চিন্তিত মানুষের ঢল।
চাঁদ টাকে শুধু সুখী মনে হয়
চাঁদের হাসিমাখা মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি।
জীবনের অধ্যায় দুটি – জন্ম -মৃত্যু
ক্ষণিক জীবন নিয়ে আমাদের কী খেলা – বেলা – সারা বেলা।
চারিদিকে আতংকিত আগুন নিঃশ্বাস
বৈরী বান্ধব পরিবেশে পাখিরা শঙ্কিত
হত বিহ্বল মানুষ কি করবে ?
ভাবনা রা আজ পালায়, ভাবনার চোখ টলমল।
রাঙা বধূ টির হাতে পায়ে নেই মেহেদি-আলতা,
কর্ম উদ্দীপনা নেই আছে কর্ম বিমুখতা।
ভাগ্যের পরিহাসে কত স্বজন গত হয়েছে
অবিরতনয়নের সিক্তজলে
বিদায় জানিয়েছি অবিরলচাহনিতে।
স্বজন হারানোর বেদনাঅবিরল অশ্রুধারা
সেই সোনা মুখগু লোচ লেগেছে
আমরাও একদিন চলে যাব,
বিধাতার ডাকের অপেরক্ষাত
একদিন ভঙ্গুর পৃথিবীর মায়া ভেঙে চলে যেতে হবে।
সর্বশক্তিমান আল্লাহ্র আদেশ নিষেধ পালন করা
এটাই হবে আমাদের জীবন গতি ধারা।