Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
অসাম্প্রদায়িক, বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামে আত্মনিবেদিত, নারী প্রগতির অন্যতম পথিকৃৎ, চিকিৎসাবিদ অধ্যাপক ডাঃ জোহরা বেগম কাজীর ১০৭তম জন্মদিন আজ। অধ্যাপক ডাঃ জোহরা বেগম কাজী ১৯১২ সালের ১৫ই অক্টোবর মাদারিপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডাঃ কাজী আব্দুস সাত্তার। ডাঃ জোহরা বেগম কাজী ভারতের মধ্যপ্রদেশের রাজনানগাঁও এ শৈশবে খ্রীষ্টান মিশনারি স্কুলে ভর্তি হন। পরবর্তীতে তিনি ১৯৩৫ সালে দিল্লিতে অবস্থিত লেডি হার্ডিং মেডিকেল কলেজ ফর ওমেন হতে এমবিবিএস এ প্রথম স্থান পেয়ে অত্যন্ত সম্মানজনক পদক “ভাইসরয় পদক” এ ভূষিত হন। অধ্যাপক ডাঃ জোহরা বেগম কাজী ও তাঁর ছোট বোন ডাঃ শিরিন কাজী মহাত্মা গান্ধীর সেবাশ্রমসহ ১৩ বছর কাটিয়েছেন অবিভক্ত ভারতের বিভিন্ন হাসপাতালে। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুদীর্ঘকাল কর্মময় জীবন অতিবাহিত করেন। তিনি স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে সু-চিকিৎসক তৈরির ক্ষেত্রে একজন সার্থক অধ্যাপক ছিলেন। মানব সেবার এই পথিতযশা চিকিৎসাবিজ্ঞানীর অবদান প্রাতঃস্মরণীয়। মানব সেবার অবদানের স্বীকৃতি স্বরূপ এই মহিয়সি চিকিৎসা বিজ্ঞানীকে তদানীন্তন পাকিস্তান আমলে সর্বোচ্চ খেতাব তঘমা-ই পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতার পর একুশে পদক, রোকেয়া পদক, বিএমএমএ স্বর্ণপদক প্রদানে সম্মানিত করা হয়েছে। কর্মময় জীবনে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে অনারারি, কর্ণেল পদে, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে, বাংলাদেশ মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশর প্রথম নারী চিকিৎসক হিসেবে তিনি এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। নিষ্ঠা, একাগ্রতা আর সেবার মহান ব্রতে দীক্ষিত এই সংগ্রামী নারী তাঁর গোটা জীবন আত্মমানবতার সেবায় নিবেদন করেন। এই মহান চিকিৎসা বিজ্ঞানী ২০০৭ সালের ৭ নভেম্বর ঢাকার নিজ বাসভবনে পরলোক গমন করেন। আজ এই ত্যাগী মানবতাবাদী চিকিৎসক ও সমাজসেবকের ১০৭ তম জন্মদিনে তাঁর স্মরণে বিশেষ প্রার্থনা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।