BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
নিজস্ব প্রতিবেদক: আজ আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী । ১৯৪৯ সালের আজকের এই দিনে (২৩ জুন) পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম দলটির আত্মপ্রকাশ ঘটেছিল। বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
৬৩ বছরে পা দেয়া দেশের সবচেয়ে পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেখ হাসিনা বলেন, ‘জনগণের প্রাণের সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। ভোরে সারাদেশে দলীয় কার্যালয়ে নিজেদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে।
বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। বেলা চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানা গেছে।
বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের প্রতিটি ধাপে নেতৃত্ব দিয়ে এসেছে আওয়ামী লীগ। ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতাকে হত্যা করার পর পুরানো এই দলটি নেতৃত্বহীন হয়ে পড়ে।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৯০ সালে গণতন্ত্র পূণপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আবার সরকার গঠন করে তারা।
বিরোধীদলে থাকার সময় ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে রাজনীতি থেকে তাকে বিদায় করে দেয়ার ষড়যন্ত্রও ব্যর্থ হয়। ২০০৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিশাল বিজয় নিয়ে সরকার গঠন করে দলটি।