Shimanto Bank signs MoU with Kay Kraft to offer discounts on credit card purchases
— March 26, 2023RN Desk: Shimanto Bank Ltd recently signed a Memorandum of Understanding (MoU) with Kay Kraft at the bank’s head office….
আবার দুই বোন একে অপরের প্রতিযোগিতার সামনে। ২০১৩ সালের পর আবার এই বছরে একই অবস্থা দুই অভিনেত্রী বোনের। প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার কথা। একই দিনে ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ এবং অন্যদিকে পরিণীতি চোপড়ার ‘দাওয়াত এ ইশক’। ২০১৩ সালে একই দিনে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কার ‘জঞ্জির’ এবং পরিণীতির ‘শুদ্ধ দেশি রোমান্স’। আগের বছরে পরিণীতি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে খুড়তুতো দিদিকে র্যাট রেসে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। এই বছরে র্যাট রেসে কে এগিয়ে যায় এটাই এখন দেখার। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বিখ্যাত চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের জীবনী নিয়ে তৈরি বায়োপিক ‘মেরি কম’ ছবিটি নিয়ে সমগ্র বলিউডের খুব আশা আছে, কারণ বক্সার স্বয়ং প্রিয়াঙ্কার অভিনয় দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন এই ছবিটি প্রিয়াঙ্কা ছাড়া আর কেউ করতে পারবে না এত ভালো। অন্যদিকে পরিণীতি চোপড়া এবং ‘আশিকি টু’ খ্যাত আদিত্য রায় কাপুর জুটি বেঁধে নতুন সাসপেন্স ড্রামা ধরনের ছবি ‘দাওয়াত এ ইশক’ নিয়ে আসছেন একই দিনে। হায়দ্রাবাদের মেয়ে গুলরেজ ও লখনাউয়ের ছেলে তারিককে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘দাওয়াত এ ইশক’-এর গল্প। গুলরেজ একটি জুতোর দোকানের সেলস গার্লের চাকরি করে। গুলরেজের বাবা মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কারণ সব পাত্র পক্ষই মোটা টাকা পণ দাবি করতে থাকে। দুই বোনের এই রেসে কে জেতেন তার জন্য এখন ৫ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা।