Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
গত ২১/১০/১১ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে প্রতিটি সংবাদে একুশে টেলিভিশন ‘অনুসন্ধান’ শিরোনামে একটি কো-অপারেটিভ সোসাইটির প্রতারণার প্রতিবেদনধর্মী সংবাদ পরিবেশন করতে গিয়ে দেশের সেরা সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটির অফিসের বিভিন্ন ফুটেজ জুড়ে দিয়ে এবং অন্য একটি সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে উদ্দেশ্যমূলকভাবে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটির সুনাম ও সুখ্যাতিকে বিনষ্ট করেছে এবং প্রকৃত ঘটনাকে আড়াল করেছে। আইসিএল কর্তৃপড়্গ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচেছ।
আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লি: সরকারী যাবতীয় নিয়ম নীতি মেনে দীর্ঘদিন কাজ করে দেশের সেরা সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একাধিকবার সরকারী স্বীকৃতি ও স্বর্ণপদক পেয়েছে এবং এখনো দেশব্যাপী সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই সোসাইটির সম্মানিত সেক্রেটারী জনাব এ্ইচ. এন. এম শফিকুর রহমান সমবায় ফেডারেশন ‘ঢাকা সেন্ট্রাল মাল্টি পারপাস কো-অপারেটিভ ফেডারেশনের’ নির্বাচিত মহাসচিব হিসেবে আলোচিত ইউনির্ভাসাল কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক ড: আ: মান্নান সাহেব এবং উক্ত সোসাইটির কয়েকশত আমানতকারী ও কর্মকর্তা/কর্মচারীদের বার বার অনুরোধের কারণে তাদের সমস্যা সমাধানকল্পে একটি উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের সম্মানিত সেক্রেটারী জনাব এইচ.এন.এম. শফিকুর রহমানের মধ্যস্থতায় ৪/৫টি দরবারের পর ত্রিপড়্গীয় ১টি সমঝোতা স্মারক সাড়্গরিত হয়। এর মাধ্যমে উক্ত সোসাইটিকে ধ্বংসের হাত থেকে রড়্গার জন্য আমাদের সেক্রেটারী সাহেবের একটি মহৎ ও আনত্মরিক উদ্যোগ ছিল। এতদ্ব্যতীত উক্ত সোসাইটির সাথে আইসিএলের দূরতম কোন সম্পর্কও নেই। এ সত্য কথাটি ইউনির্ভাসাল কো-অপারেটিভ সোসাইটির সাথে সম্পৃক্ত প্রতিটি সদস্যই একবাক্যে স্বীকার করবেন। এই সমঝোতা উদ্যোগ কিভাবে প্রতারণা হলো তা আমাদের বোধগম্য নয়।
একুশে টেলিভিশন আইসিএলকে জড়িয়ে যে বিভ্রানিত্মকর খবর প্রচার করেছে তাতে আমরা বিস্মিত ও আমরা এর তীব্র প্রতিবাদ জানাচিছ। আশা করি এ ধরনের খরব প্রচার করা থেকে একুশে টেলিভিশন বিরত থাকবে এবং সমবায়ের সাথে জড়িত লড়্গ লড়্গ সমিতিতে আমানতকারীদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়ে এ সেক্টরকে ধ্ব্ংসের মধ্যে ফেলে না দিতে কর্তৃপড়্গকে উদাত্ত আহবান এবং আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লি: এর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে এ খবরে বিভ্রানত্ম না হওয়ার আহবান জানাচিছ।