Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
‘‘বাংলাদেশের ব্যবসায়ীরা মরুর বুকে অত্যন্ত শ্রমলব্ধভাবে দেশে রেমিটেন্স প্রেরন করছেন। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চিটাগাং চেম্বার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।’’ সম্প্রতি ইউএই সফরকালে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) আয়োজিত প্রবাসী ব্যবসায়ী সমাবেশে চেম্বার সিনিয়র সহ-সভাপতি ও প্রতিনিধিদলনেতা জনাব মাহবুবুল আলম উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি সফরের উদ্দেশ্য সম্পর্কে বলেন- চিটাগাং চেম্বার বহির্বিশ্বের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। চেম্বার ইন্ডাস্ট্রিয়াল পার্ক করলে ইউএই’র প্রবাসী বাংলাদেশীদের জন্য আলাদা ভূমি প্রদান করা হবে বলে তিনি জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র সহ-সভাপতি জনাব মোঃ আইয়ুব আলী। দূতাবাসের কনস্যুল জেনারেল আবু জাফর ইউএই’র সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রাইভেট সেক্টরের উন্নয়নে চিটাগাং চেম্বারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কমার্শিয়াল কাউন্সিলর ড. মোঃ মাহমুদ-উল হক চিটাগাং চেম্বার কর্তৃক ট্রেড ডিসপুট সমাধানসহ ব্যবসা ও বিনিয়োগে কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। সভায় বিবিসি’র নেতৃবৃন্দ সর্বজনাব ইসমাইল গণি চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, আবুল বাশার, এটিএম জাহেদ চৌধুরী, মোঃ সেলিম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহ প্রকাশ করে বলেন ব্যবসা সংক্রান্ত বাধাবিঘ্ন দূর করা হলে ইউএই প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে দ্রুত এগিয়ে আসবে। তারা তথ্য প্রকাশ করে বলেন বর্তমানে থার্ড কান্ট্রি হয়ে বাংলাদেশ থেকে ইউএইতে বাংলাদেশী পণ্য অত্যন্ত বিলম্বে পৌঁছে। এ সমস্যার সমাধানে সরকারকে জাহাজ ক্রয় পূর্বক চট্টগ্রাম-ইউএই রুটে সরাসরি জাহাজ চলাচলের দাবী জানান এবং এক্ষেত্রে প্রয়োজনে তারা পিপিপি কনসেপ্টে বিনিয়োগ করবেন বলেও প্রতিনিধিদলকে অবহিত করেন। বক্তরা গ্যাস, বিনিয়োগ নিরাপত্তা, ফুড স্টাফ্স রপ্তানীর ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে একটি ডেডিকেটেড বার্থ দেয়া, আয়করসহ ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান আমলাতান্ত্রিক হয়রানী বন্ধের দাবী জানান। প্রতিনিধিদল ২৪ জুন দুবাইস্থ কনস্যুল জেনারেল অফিসে দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন এবং ২০-২৪ জুন পর্যন্ত ইউএই’র বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ফলপ্রসূ সফর শেষে চিটাগাং চেম্বার বাণিজ্য প্রতিনিধিদল ২৫ জুন সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম। অন্যান্য সদস্যরা হলেন চেম্বার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন নেওয়াজ সেলিম, চেম্বার পরিচালকবৃন্দ সর্বজনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জাহেদ হোসেন মিয়া, মোরশেদ আরিফ চৌধুরী, চেম্বার সদস্য মোঃ শাহেদুল আলম, মোহাম্মদ ইয়াছীন কাগরী, মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ, জামিলা মাহবুব, মাহবুবা আক্তার জাহেদ ও রাইসা মাহবুব। সংবাদ বিজ্ঞপ্তি