Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
সৌদি আরব সফররত চিটাগাং চেম্বার’র উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধিদল ১৫ জুন রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে দ্বি-পাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি সেক্রেটারী জেনারেল জনাব হামাদ এস. আল হুমাইদান (Mr. Hamad S. Al Homeidan)। সভায় প্রতিনিধি দলনেতা ও চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জাহেদ হোসেন মিয়া, মোরশেদ আরিফ চৌধুরী, মোঃ শাহেদুল আলম, মোহাম্মদ ইয়াছীন কাগরী, মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ ও চিটাগাং চেম্বারের প্রধান নির্বাহী ও বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য সচিব ওসমান গণি চৌধুরী উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে হামাদ এস. আল হুমাইদান বলেন- মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ও সৌদি আরবের সাথে গভীর দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বিদ্যমান বাণিজ্য সম্পর্কোন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করে উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূরীকরণে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এছাড়া জনাব হামাদ বাংলাদেশের অনুকূল ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দলনেতা চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম সৌদি আরবকে অত্যন্ত বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র উল্লেখ করতঃ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদি সরকার ও জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞার সাথে স্মরণ করেন। তিনি অধিকহারে বাংলাদেশী পণ্য আমদানিসহ শ্রমিক নিয়োগ ও তাদের সার্বিক কল্যান দেখভাল করার বিষয়ে সৌদি নিয়োগকর্তাবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে নিয়মিত তথ্য ও বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। বর্ণিত সভায় সৌদি ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, কুটনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ওয়ান-টু-ওয়ান বিজনেস মিটিং অনুষ্টিত হয়। এছাড়া প্রতিনিধিদল সৌদি আরবস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম’র সাথেও মতবিনিময় সভায় মিলিত হন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। চেম্বার নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসকে আরো কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. এম. মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশী ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রতিনিধিদল দূতাবাসের আয়োজনে নৈশ ভোজে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি