Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ছাত্রীকে পিতার সামনে ইভটিজিং করায় গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র ফণি ভূষণ (২৩) গণধোলাইয়ের শিকার হওয়ায় ঘটনাটি ‘টক-অব-দ্যা’ সুন্দরগঞ্জে পরিণত হয়েছে।
জানা গেছে, পাঁচগাছি শানি-রাম গ্রামের হরিপদ মহন- কলেজ পড়-য়া কন্যাকে নিয়ে পাশ্ববর্তী ক্ষত্রিয়পাড়ায় পূজা বাড়ীতে যাবার সময় পথিমধ্যে একই গ্রামের বিমল চন্দ্র বর্মণের অনার্স পড়ুয়া পুত্র ফণি ভূষণের ইভটিজিং এর শিকার হয়। হরিপদ মহন-র সামনেই ফণি ভুষণ তার কন্যাকে জাপটে ধরে অশালিন আচরণ করতে থাকে। ওই সময় ছাত্রীর পিতা ফণিকে কিলঘুষি মারতে থাকলে আশ-পাশের লোকজন টের পেয়ে ছুটে এসে ফণিকে এলোপাথারি গণধোলাই দিতে থাকে। এতে ফণির অবস’া আশঙ্কাজনক হলে তাকে দ্রুত বাড়ীতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা নিয়ে তাৎক্ষণিক ভাবে আয়োজিত এক গ্রাম শালিসে ফণি ও তার পরিবারের নিকট মুচলেখা নিয়ে ফণিকে ছেড়ে দেয় শালিসের লোকজন।#