Shimanto Bank signs MoU with Kay Kraft to offer discounts on credit card purchases
— March 26, 2023RN Desk: Shimanto Bank Ltd recently signed a Memorandum of Understanding (MoU) with Kay Kraft at the bank’s head office….
ইন্সপেক্টর বাজিরাও সিংহাম, যাঁর নামে শিবগড়ের বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। সেই সিংহহৃদয় পুরুষের মনে ঝড়তোলা তরুণীর চরিত্রের মাধ্যমেই বলিউডে নতুন করে অভিষেক হচ্ছে কাজল আগারওয়ালের। তেলেগু ছবির জনপ্রিয় এই অভিনেত্রীর শুরুটা অবশ্য বলিউডেই, ঐশ্বরিয়া রাই-বিবেক ওবেরয় অভিনীত ‘কিউ হো গ্যায়া না’ ছবির মাধ্যমে। কিন্তু সেই ছবিতে নায়িকার বান্ধবীর চরিত্রে অভিনয় করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল কাজলকে। এরপর দক্ষিণ যাত্রা, কিন্তু সেখানেও বিধিবাম! বেশ কয়েকটি ছবিতে প্রধান চরিত্রে সুযোগ মিললেও সাফল্য এল না। কিন্তু ইতিহাস ও পুনর্জন্মনির্ভর তেলেগু ছবি ‘মাগাধিরা’ ঢেকে দিল সব অপূর্ণতা। সবচেয়ে বেশি আয় করা তেলেগু ছবি হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিল মাগাধিরা আর ইন্দু/রাজকন্যা মিত্রাবৃন্দা চরিত্রের জন্য কাজলও পেয়ে যান ফিল্মফেয়ার পুরস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়ন। এর পর থেকে দক্ষিণী নির্মাতারাও ভরসা খুঁজে পান কাজলের ওপর। তামিল ও তেলেগু দুই ভাষার ছবিতেই চুটিয়ে কাজ করছেন কাজল, কিন্তু মাতৃভাষা হিন্দি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করাটা যে ছিল বাকি! রোহিত শেঠির সিংহাম দিয়ে সেই অপ্রাপ্তিও ঘুচতে যাচ্ছে তাঁর, আগামীকাল সিংহের প্রেমিকা হিসেবেই বলিউডে নতুন করে যাত্রা শুরু হচ্ছে কাজলের। এসব কিছু নিয়েই ভারতের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি। তাঁর কথায়, বলিউডে এটা তাঁর দ্বিতীয় ইনিংস নয়, বরং শুরু। রেডিফডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কাজল নিজেই। সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন অমলেন্দু মলি্লক