Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলকে ছাড়াই ২০১১-১২ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পাশ করা হয়েছে। আজ দুপুরে সংসদে কণ্ঠভোটে এ বাজেট পাশ করা হয়েছে। এর ফলে ১ জুলাই থেকে নতুন অর্থ বছর শুরু হবে। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১১-১২ অর্থ বছরের জন্য ২ লাখ ৩২ হাজার ৪শ ৬৪ কোটি ৮ লাখ ৫৯ হাজার টাকা চেয়ে নির্দিষ্টকরণ বিল ২০১১ উত্থাপন করলে তা গৃহীত হয়। এবারের মূল বাজেটের আকার ১ লাখ ৬৩ হাজার ৬৮০ কোটি টাকা।
এর আগে সংসদে ৫৩ টি মঞ্জুরি দাবি উত্থাপিত হয়। ছাঁটাই প্রস্তাবের সংখ্যা ছিল ৬৮৯ তবে বিরোধী দল অনুপস্থিত থাকায় তাদের আনীত ছাঁটাই প্রস্তাবগুলো সংসদে উত্থাপিত হয়নি। শুধু স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমের আনা প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। বাজেট পাশ শেষে চলতি অধিবেশন আগামী ১১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মুলতবী ঘোষণা করেন স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট।
প্রসঙ্গত, গত ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০১১-২০১২ অর্থবছরের জন্য ঐ ১ লাখ ৬৩ হাজার ৬৮০ কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করেন। এই বাজেটের উপর মোট ৪৯ ঘন্টা ১৩ মিনিট আলোচনা হয়েছে। গত ২২ মে এই বাজেট অধিবেশন শুরু হয়। এটি নবম জাতীয় সংসদের নবম অধিবেশন।