Shimanto Bank signs MoU with Kay Kraft to offer discounts on credit card purchases
— March 26, 2023RN Desk: Shimanto Bank Ltd recently signed a Memorandum of Understanding (MoU) with Kay Kraft at the bank’s head office….
নিজস্ব প্রতিবেদক: প্রেমকাহিনী নির্ভর ভিন্নতা ও বিনোদনের চলচ্চিত্র ‘রূপগাওয়াল’ শুটিং শুরু হয়েছে গত ১৯ জুলাই। নিলয় সিমলা এবং লিজাকে নিয়ে পরিচালক দৃশ্যধারণ করেন ময়মনসিংহের হালুয়া ঘাটে। চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হাবিবুর রহমান হাবিবই ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। পরিচালক জানান ‘রূপগাওয়াল’ ছবির কাহিনীতে দেখা যাবে- মুকাইর নামে এক তরুণ কোনো অনিন্দ্য সুন্দরী রাজকন্যাকে জীবন সঙ্গীনি হিসেবে খুজে পেতে চায়। এজন্য পেশা হিসেবে লেইস ফিতা ব্যবসাকে বেছে নেয়।
একসময় সে তার মনের রাজকন্যাকে খুজে পায়। কিন্তু বিপত্তি বাঁধে সুন্দরী রাজকন্যার দূধর্ষ ভাইদের নিয়ে। মুকাই এই দূধর্ষ ভাইদের বশে আনতে মন্ত্র প্রয়োগের আশ্রয় নেয়। মন্ত্র শেখার জন্য মুকাইয়ের পরিচয় হয় ম্যাজিশিয়ান কোপেনের সাথে। চাতুরীপনা করে ম্যাজিশিয়ান কোপেন মুকাইকে বুঝায় সঠিক লক্ষ্য ভেদ করার জন্য বিয়ে এবং সন্তান দরকার। সেইজন্য বিয়ে করতে হবে অসহায় নিরুতাকে।
এমন এক জটিলতায় জড়িয়ে গল্প এগিয়ে যায়। ভিন্নধর্মী এই ছবিটি নির্মিত হচ্ছে শিকড় গল্পচিত্র প্রযোজনায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে আলী আকবর রুপু এবং ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, পারভেজ সহ অনেকে। গানগুলো বিপনন করবে জি-সিরিজ ও মিডিয়া পার্টনার হিসেবে আছে একুশে টেলিভিশন।