বরিশাল শেবাচিম হাসপাতালের ২৬০ কর্মচারীর মধ্যে দেড় শতাধিক ঢাকায় অবস্থান : কার্যক্রম ব্যাহত
— July 2, 2011
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত দু’দিন ধরে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চরম সংকট চলছে । স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী সমিতির সম্মেলনে যোগ দিতে মেডিকেলের অধিকাংশ কর্মচারীরা ঢাকায় যাওয়ায় এ শূন্যতার সৃষ্টি হয়। ফলে হাসপাতালে
কার্যক্রম ব্যাহত হচ্ছে।
৩০ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার মিলন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে বরিশাল মেডিক্যালের ৪র্থ শ্রেনীর কর্মচারীরা ২৯ জুন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। বিপুল সংখ্যক কর্মচারীর অনুপস্থিতির কারনে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘি্নত হচ্ছে।
হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোদাচ্ছের কবীর জানান, ২৬০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে দেড় শতাধিক কর্মচারী সম্মেলনে যোগ দিতে ঢাকায় গেছেন। তাদের অনুপস্থিতিতে অবশিষ্ট কর্মচারী ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীরা হাসপাতালের কার্যক্রম চালাচ্ছেন।
শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুর রশিদ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি।