Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নৌ বন্দর আধুনিকায়নের কাজের পরিদর্শনকালে মন্ত্রী বলেছেন, বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের মান খুবই খারাপ। টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। ধীর গতিতে কাজ চলছে| ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান।
শুক্রবার পরিদর্শনকালে নিম্নমানের কাজ দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদারকে এই নির্দেশ দেন।
এছাড়া দায়িত্ব পালনে উদাসীনতা এবং কাজে অনিয়মের কারণে বাংলাদেশ অভ্যন্ত্যরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও বন্দর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
নিমাণ কাজ পরিদর্শন শেষে বরিশাল সার্কিট হাউসে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেছেন, বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের মান খুবই খারাপ। টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। ধীর গতিতে কাজ চলছে|
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বিআইডব্লিউটিএ সদস্য ফিরোজ আহমেদ, প্রধান প্রকৌশলী জুলউদ্দিন আহমেদ, ডিপিটিসি’র (নারায়নগঞ্জ) অধ্যক্ষ ক্যাপ্টেন মোজাম্মেল হক, বন্দর কর্মকর্তা ওয়াকিল নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির, বিআইডব্লিউটিসি’র সহাকারী মহা ব্যবস্থাপক গোপার চন্দ্র মজুমদার, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমূখ।
বরিশাল নৌ বন্দর আধুনিকায়নের কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬০ লাখ টাকা।
মেসার্স আব্দুস সালাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী এই নির্মাণ কাজ করছে।
বন্দর কর্মকর্তা ওয়াকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, ২০১০ সালের ৪ মার্চ আধুনিক নৌ বন্দর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান।
এ বছরের ৩০জুন বন্দরের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একনো কাজ হয়েছে মাত্র অর্ধেকের কিছু বেশি।
এতে দুই তলা টার্মিনাল ভবন, প্রশস্থ পন্টুন, পার্কিং, গার্ডেন ইয়ার্ড, কার্গো শেড, ট্রানজিট শেড, গ্যাংওয়ে, পন্টুন সংযোগ সড়কসহ অন্যান্য স্থপনা থাকবে। এছাড়া টার্মিনালের মূল ভবনে মহিলাদের জন্য একটি ও পুরুষদের জন্য দুটি বিশ্রামাগারও থাকবে।