Sudanese PM greets Sheikh Hasina
— January 6, 2019DHAKA:– Sudanese Prime Minister Mutaz Musa Abdalla has extended his sincere congratulations to Bangladesh Premier and Awami League President Sheikh…
বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর রুপাতলী গোলচত্ত্বর এলাকার নলছিটি প্লাজার সামনে থেকে ৮৯ পিস ইয়াবাসহ মোঃ শাহিন আকন(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮। সে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ছোট কানুয়া গ্রামের মৃত হারিছ আকন ছেলে। ২৮ সোমবার বিকেলে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহনে তল্লাশী করে তাকে আটক করা হয়।
র্যাব-৮’র সিপিসি ১ এর কোম্পানী কমান্ডার মেজর রাশেদুল হক খান আমাদের বরিশাল ডটকমকে জানান, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহনের ঢাকা মেট্রোঃ-ব-১১-৪৫৩৭ রেজিঃ নম্বরের যাত্রীবাহী বাসে মাদক ইয়াবা ট্যাবলেটের একটি চালান আসছে এমন সংবাদ পেয়ে র্যাব-৮ সিপিসি-১ এর একটি বিশেষ টহল দল রুপাতলী গোলচত্ত্বরের পূর্বে নলছিটি প্লাজার সামনে একটি চেকপোষ্ট স’াপন করে। বিকেল সাড়ে ৪ টার দিকে সাকুরা পরিবহনের ঢাকা মেট্রোঃ-ব-১১-৪৫৩৭ রেজিঃ নম্বরের যাত্রীবাহী বাসটি নলছিটি প্লাজার সামনে আসলে তল্লাশী করে ৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহিন আকনকে আটক করে।
আটককৃত শাহিন আকন দীর্ঘদিন যাবৎ সীমান-বর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস’া প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।