Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে ডাকাত সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে শুক্রবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বানারীপাড়া উপজেলার বাবুল (৩৬), বাকেরগঞ্জের উপজেলার লিটন (৩৪) এবং ভোলা সদর উপজেলার রতন হাওলাদার (৩৮) |
বিমানবন্দর থানায় এক সংবাদ সম্মেলনে বিমানবন্দর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হাতেম আলী কলেজ চৌমাথার কাজী বাড়ি পানির ট্যাংকি এলাকা থেকে প্রথমে বাবুল ও রতনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিকালে ভাটিখানা পূজা মন্দির এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদের দলে সাতজন সদস্য রয়েছে।তারা নগরী ও আশপাশের এলাকায় তিনটি বাড়িতে তারা ডাকাতির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।