Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
মোঃ আমিনুর রহমান, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সভাপতি আহসান হাবিব কামাল স্বাগত জানানো হয়েছে শতাধিক মোটরসাইকেল ও ২৫-৩০টি মাইক্রোবাসের শোভাযাত্রা মাধ্যমে । গাড়ি বহরে হামলা করেছে বিএনপির প্রতিপক্ষরা।
শোভাযাত্রার জন্য রোববার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভাগীয় শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কমিটি ঘোষণার পর থেকেই নবগঠিত জেলা কমিটির কামালপন্থীরা নগরীতে আনন্দ মিছিল, অপর দিকে অন্য পক্ষ কমিটি প্রত্যাখ্যানের পাশাপাশি কামালের গাড়ি বহরে হামলা, কুশপুত্তলিকা দাহ এবং প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। কমিটি ঘোষণার পর আহসান হাবিব কামাল রোববার বিকেলে বরিশালে আসেন। তাঁকে স্বাগত জানাতে জেলা বিএনপির একাংশ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল ও মাইক্রোবাসের বিশাল ওই শোভাযাত্রার আয়োজন করেন।
আহসান হাবিব কামাল ইচালাদীতে পৌঁছলে তাঁর অনুসারী নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। বিকেল সাড়ে ৪টার দিকে শোভাযাত্রা বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতুর ঢালে গিয়ে থামে। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের গাড়ি বহরে হামলা করেছে বিএনপির প্রতিপক্ষরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারন সম্পাদক বিলকিস আক্তার শিরিন বরিশালে তাদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার গাড়ি বহরে হামলা ঘটানো হয়।
তাদের গাড়ি বহর রহমতপুর সেতু এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। গড়িয়ার পাড় এলাকায়ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কাশিপুর উচ্চ বিদ্যালয়ের কাছে ইটের আঘাতে কয়েকটি মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে যায় ও
কয়েকজন আহত হয়।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়িবহর দ্রুত চলে যাওয়ার সময় কাশিপুর বাজারের কাছে একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পরে সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারন সম্পাদক বিলকিস আক্তার শিরিনকে নগরীর বাধ রোডে সাউথ কিং চাইনিজ রেস্তোরার সামনে সংবর্ধনা দেয়া হয়।
পরে একটি প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষন করে।
আহসান হাবিব কামালের সমর্থক নেতা-কর্মীরা অভিযোগ করেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য সরোয়ারপন্থীরা এই হামলা করেছে। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ৪/৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
উলেস্নখ্য, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় নিষেধ উপেক্ষা করে ২০০৩ সালে প্রার্থী হওয়ায় আহসান হাবিব কামালকে তখন দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁকে ফিরিয়ে এনে ২০০৮ সালে করপোরেশন নির্বাচনে প্রার্থী করার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশ না নেওয়ায় কামাল তখনো দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন। ২০১০ সালের ১১ এপ্রিল দল তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ দেয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে আহসান হাবিব কামালকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকে কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদকের পদটি দেওয়া হয়। সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে চলতি বছর মহানগর বিএনপির সভাপতি করা হয়। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার জন্য আহসান হাবিব কামালকে সভাপতির পদটি দিয়ে বৃহস্পতিবার জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।