Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
আমার বিবেকহীন মনটা অবরুদ্ধ থাকতে চায়না
গ্রহ নক্ষত্রের মতছুটতেচায়-
প্রদক্ষিণ করতে চায় যেন সারা পৃথিবীকে।
অজানা আশঙ্কা যেন শুধু মাথা চাড়া দেয়
স্বজনদের থেকে বিচ্ছিন্ন আজ আমরা।
অশুভ সংকেতে চেতনা আজ অচেতন,
বৈচিত্র্যময় পৃথিবী আজ ব্যথিত!
ভোরের নির্মল হাওয়া আজ অভিবাদন জানা যায়না,
আকাশের শুকতারা হাতছানি দেয়না,
আমরা কোথায় হারিয়ে যাবো?
সমুদ্রে অবগাহনের অভিলাষনেই
চেতনায় দৃষ্টিভ্রম!
বিশ্লেষণের সময় এসেছে-
আমরা একা এসেছি-একাই চলে যাব।
ধর্মীয় বিধানে সবাই সমাহিত হয়,
করোনা মহামারীর মহাবিপর্যয়ে কেন জীবনরুদ্ধ হয়?
মৃতদেহ সমাহিত হয় অস্পৃশ্য সীমাবদ্ধতায়,
একটা কষ্ট-বুকের ভেতর চাপা কষ্টই রয়।
আকাশ-বাতাস-নদী-সাগর সবাই কাঁদেনি রবে মানুষের তরে-
একমাত্র সর্বশক্তিমান আল্লাহ্ পারে
আমাদের এই করোনাভাইরাস থেকে বাঁচাতে।
অশুভ সংকেত চারিদিকে –
জানি একদিন মৃত্যুরকালো থাবা থেকে কেউ পাবেনা রেহাই।
শেষ যাত্রাটি যেন হয় বিধাতার আদেশে-
মানুষের ইতিবাচ ককর্মের সঞ্চয় পত্রের সার্টিফিকেট।
কবিঃ -কাজী তাহমিনা রেবা