Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
মতিউর রহমান বাদলের ‘নাগ সুন্দরী’র নাগিনীর চরিত্রে দেখা যাবে চাঁদনীকে। ছবির শিল্পী তালিকা চূড়ান্ত হলেও নায়ক কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, আগামী মাসেরই ছবির শুটিংয়ে নেমে পড়বেন। এর আগেই নায়ক চূড়ান্ত করে ফেলবেন। চাঁদনী বলেন, ‘প্রথমবারের মতো কোনো সাপের ছবিতে অভিনয় করব। কিছুটা ভয় হচ্ছে, তবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছি।’
চলচ্চিত্রে চাঁদনীর অভিষেক শাহাদৎ হোসেন লিটনের ‘বল না কবুল’ ছবিতে। তখন অবশ্য তাঁর নাম ছিল সিলভী। সিলভী চাঁদনী নামে আবির্ভূত হলেন উত্তম আকাশের ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে ইমনের বিপরীতে। বর্তমানে চাঁদনী
অভিনয় করছেন আমিন খানের বিপরীতে উত্তম আকাশের ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ ও জায়েদ খানের বিপরীতে মনোয়ার খোকনের ‘বাংলা ভাই’ ছবিতে।