Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ৬টি ও আওয়ামীলীগ ২টি ও স্বতন্ত্র ২টিতে নির্বাচিত হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী ও রিটানিং কর্মকর্তা মুজি-উল হক জানান, পার্বতীপুর উপজেলা ইউপি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা হলেন, ১ নং বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার (দেওয়াল ঘড়ি), ৩নং রামপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত শাহাদত হোসেন শাদো (তালা), ৪ নং পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি সমর্থিত মোফাখখারুল ইসলাম (গরুরগাড়ী), ৭নং মোস্তফাপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল (দেয়ালঢ়ড়ি), ৮ নং হাবড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত নুরুজ্জামান মন্ডল নুরু (দেয়ালঘড়ি), ও ১০ নং হরিরামপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত মোজাহিদুল ইসলাম সোহাগ (আনারস), ২ নং মন্মথপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ওয়াদুদ আলী (গরুরগাড়ী), ৬ নং মামিনপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আঃ ওহাব মন্ডল (আনারস), ৫ নং চন্ডিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আফছার আলী সরকার (দেয়ালঘড়ি), ৯ নং হামিদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান আবুল কালাম (গরুরগাড়ী) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।