Bangabandhu conferred ‘FOSWAL Literature Award’ for his trilogy
— March 26, 2023RN Desk: The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) on Sunday conferred “Special Literary Award” to Bangladesh’s Father of…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কৃষকেরা লাভবান ফসল কলা চাষের দিকে ঝঁ্ুকে পড়েছেন। গম, ধান, পাট, আলু, মরিচ, সরিষাসহ অন্যান্য সব সবজী চাষের পাশাপাশি চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা লাভবান ফসল হিসেবে পরিচিতি কলাচাষে এখন ঝঁ্ুকে পড়েছেন। চিরিরবন্দর উপজেলার বেশির ভাগ স্থানে কৃষকরা অর্থকরী ফসলের পাশাপাশি শাক-সবজি ও কলাচাষ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ৪শ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে কলা গাছের চারা রোপন করা হয়। কলা রোপন করার ১০-১২ মাস পর কলা বের হতে শুরু করে । প্রতি ছড়ি কলা কৃষকরা ২শ ৫০ টাকা থেকে ৫’শ টাকায় বিক্রি করে থাকেন। উপজেলায় সাগর, নেপালী মেঘসাগর ও মালভোগ জাতের কলা রোপন করেন। বাজারে মালভোগ জাতের কলার চাহিদা ও মূল্য সাগর জাতের চাহিদার চেয়ে বেশী। এ উপজেলার কৃষকরা গম, ধান, পাট, আলু, মরিচ, সরিষাসহ অন্যান্য সব কৃষি ফসল করে বারবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় লাভবান ফসল হিসেবে কলা চাষে ঝুঁকে পড়েছেন। বিশেষভাবে চিরিরবন্দর উপজেলার নশরতপুর, ফতেজংপুর, সাতনালা, আলোকডিহি, ইসবপুর, পুনট্টি এলাকা ছাড়াও আশপাশের অনেক এলাকায় কলা চাষ বেশী হয়ে থাকে।
এ ব্যাপারে কৃষক আসলাম হক (৩৬), নজরুল ইসলাম (৪৬) আশরাফ আলী (৩৮), আ. রহিম (৪০), আ. সাত্তার (৫৫) জানান, চিরিরবন্দর উপজেলার কলা এখন দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কলা চাষ করে অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশী লাভবান হওয়া যায়। তাই এ এলাকাগুলোর কৃষকরা বর্তমানে অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে বেশী ঝুঁকে পড়েছেন।