Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা থেকে-
সুন্দরগঞ্জ উপজেলায় সুদে মহাজনের বিরুদ্ধে মামলা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায়, রংপুর জেলার পীরগাছা থানার তালুক কান্দি গ্রামের রফিকুলের পুত্র ডাঃ জিয়াউল হক ব্যবসায়ীক কারণে সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে ব্যবসার পাশা-পাশি বসবাস করত। বসবাসকালীন অর্থনৈতিক দৈন্যতার কারণে তার ব্যবহৃত জংশেন তঝ-৮০ সি সি মটর সাইকেলটি প্রতিবেশী যোগেন চন্দ্র মহনে-র পুত্র নন্দন চন্দ্র মহন- ও রতন চন্দ্র মহনে-র নিকট গত বছরের ১৪ ডিসেম্বর ১৫ হাজার টাকায় বন্দক রাখেন। পরবর্তীতে বন্দকী মটর সাইকেল ফেরৎ পাওয়ার জন্য বন্দকদারদের নিকট গেলে তারা সাইকেলটি ফেরৎ না দিয়ে টাল বাহনা করতে থাকে। এ নিয়ে জিয়াউল হক গত ২২ এপ্রিল গ্রাম সালিশ ডাকলে গাড়িটি ফেরৎ দেবে বলে সুদে মহাজনরা ১’৫০ টাকার ষ্টাম্পে স্বাক্ষর করে দেয়।
এদিকে গত ২৩ মে মটর সাইকেল চাইতে গেলে তারা তা না দিয়ে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি দেয়। এব্যাপারে জিয়াউল হক বাদী হয়ে থানায় মামলা করেন। যার নম্বর-৩৫/৩৪৮।
সুন্দরগঞ্জে শিশু ধর্ষন ঘটনায়-
চেয়ারম্যানের হেফাজতে