Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
সিরাজুল ইসলাম সজল, ঝালকাঠী : বাংলাদেশ আ’লীগের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবা আনন্দঘন পরিবাশে ঝালকাঠীর রাজাপুর, কাঠালিয়া, নলছিঠিতে পালিত হয়। এ উপলক্ষে গত কাল সকাল ১০ টায় ঝালকাঠী জেলা আ’লীগের কার্যলয়ে চত্তর থেকে র্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সমানে এসে শেষ হয়। র্যালী শেষে আনুষ্ঠানিক এক আলোচনায় জেলা আ’লীগের সভাপতি সরদার মোঃ শাহআলম এর সভাপত্তিতে বক্তাব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুলাহ পনির, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আফজাল হোসেন রানা সহ-সভাপতি এম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপ-দপ্ত সম্পাদক তরুণ কুমার কর্মকার, পৌর কমিটির সভাপতি জালাল আহমেদ, পৌর মহীলা লীগের নভাপতি ইসরাত জাহান সোনালি জেলা জুব লিগের যুগ্ন আহবায়ক লিয়াকত আলী খান, পৌর কাউন্সিলর ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির, জেলা ছাত্র লিগের সভাপতি হাদিছুর রহমান মিলন, সধারন সম্পাদক জালাল হোসেন মিঠু প্রমুখ।
কাঠালিয়া,
ঝালকাঠী কাঠালিয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার স্মরণকালের দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত দলীয় চেয়ারম্যানরা নেতাকর্মী ও সমর্থক নিয়ে বাদ্যযন্ত্র বাজির ও ঘোড়া নিয়ে শো-ডাউন সহযোগে অনুষ্ঠানে যোগ দেয়ার হাজার হাজার লোকের সমাগমে মুখরিত হয়ে উঠে উপজেলা সদর। সকাল ১১টার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রাজেন্দ্র সমাদ্দারের সভাপতিত্ব দলীয় কার্যলয়ে আলোচনা সভায় বক্তব্য রাকেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা আ’লগগের সদস্য সচিব মোঃ তরুন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ব, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ও অধ্যক্ষ আবুল বাশার বাদশা প্রমুখ।