No more than five persons at a time for homage at Shaheed Minar
— January 25, 2021RN Desk:Everyone entering Dhaka University premises on February 21 to observe International Mother Language Day will have to wear masks….
বরিশাল প্রতিনিধিঃ ২৩ বছর ধরে বাস মালিক ও শ্রমিক সংগঠনের দখলে থাকা ঝালকাঠির প্রধান বাসস্ট্যান্ডের যাত্রীদের জন্য নির্মিত টার্মিনাল ভবনটি দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ঝালকাঠি যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ আবু জাফর জেলা প্রশাসকের কাছে টার্মিনাল ভবনটি দখলমুক্ত করে যাত্রীদের জন্য উন্মুক্ত করার আবেদন করেন। আবেদনে উলেখ করা হয়, ১৯৮৮ সাল থেকেই যাত্রীদের জন্য নির্মিত টার্মিনাল ভবনটি বেদখল হয়ে আছে। ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন অফিস বানিয়ে দখল করে নিয়েছে পুরো টার্মিনাল ভবন। বাসস্ট্যান্ডে যাত্রীদের নূন্যতম সুবিধাটুকু নেই বললেই চলে। কারণ প্রতিষ্ঠার পর থেকেই নিয়মানুযায়ী বাস টার্মিনাল ভবনটি যাত্রীদের সুবিধার্থে পৌরসভা নির্মান করলেও তা যাত্রীদের কল্যাণে ব্যবহৃত হয়নি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে যাত্রীরা এসে টার্মিনাল ভবনে গিয়ে দাড়াবার স্থানটুকুও খুঁজে পায়না। ঝালকাঠি যাত্রী কল্যাণ সমিতি অবিলম্বে টার্মিনাল ভবন দখলমুক্ত করে যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।
তবে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মো: শাহ আলম জানান, বরিশাল রুপাতলী ও নথুলvবাদ বাস টার্মিনাল ভবনেও বাস মালিক সমিতির অফিস রয়েছে। এছাড়া ঝালকাঠি-বরিশালের রাস্তায় কোন যাত্রীই টার্মিনালে ওঠেনা। তাই ওখানে আমরা অফিস করেছি।
এ প্রসঙ্গে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন রানা জানান, ঝালকাঠি বাস মালিক সমিতি ও একটি শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে টার্মিনালটি দখল করে রেখেছে। আমি যাত্রীদের নিরাপত্তা ও বসার স্থান নির্ধারিত করার জন্য চেষ্টা করছি এবং টার্মিনালটির আধুনিকীকরণসহ অবৈধ স্থাপনা সরানোর প্রক্রিয়া নেয়া হচ্ছে।