Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
সিরাজুল ইসলাম সজল, ঝালকাঠী : যে নেতা (আলহাজ্ব আমির হোসেন আমু এমপি) সংস্কারের নামে যে নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মাইনাস করে নিজেই প্রধানমন্ত্রী হয়ে গাড়ীতে পতাকা ওড়াতে চেয়েছিলো তার ইশারায় বা ইচ্ছা ঝালকাঠী ছাত্রলীগের রাজনীতি চলবে না। তারা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা এমপি আমু কে সংস্কারবাদীদের নেতা আখ্যায়িত করেন। অছাত্র, স্বন্ত্রাসী ও জামায়াত নেতার পুত্রকে দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি বানিয়ে ঝালকাঠি এসে জনসভার মাধ্যমে ঘোষনা দিলেও তা ঝালকাঠি জেলা ছাত্রলীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীও মেনে নেবে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা ছাত্রলীগের একাংশ আয়েজিত প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন। আমির হোসেন আমু এমপি’র উদ্দেশ্যে ছাত্রলীগ নেতারা বলেন, আপনি যদি মনে করে থাকেন ঢাকায় বসে ঝালকাঠি আওয়ামীলীগ সহ ছাত্রলীগের রাজনীতি নিয়ন্ত্রন করবেন তাহলে আপনি আবারো ভূল পথে পরিচালিত হচ্ছেন।
সভায় জেলা ছাত্রলীগ নেতা মতিউর রহমান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগ নেতা সাঈদ খান, ছাত্রলীগ নেতা লস্কর আশিকুর রহমান দিপু, আবুল ফজল আজিম, জিয়াউর রহমান জিয়া, মেহেদী হাসান রনি, শেখ মিলন, শহিদুল ইসলাম সোহেল, উজ্জল মজুমদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন দুলাল, যুবলীগ নেতা জাকির হোসেন, রিফাত হাসান রুবেল। বক্তারা বলেন, সংস্কার পন্থি নেতা আমুর সহায়তায় কিছু কুচক্রী মহল সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের পকেট কমিটি মোবাইলে ঘোষনা করে। যাদের নাম ঘোষনা করা হয় তারা অছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ। আমরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুলাহ পনিরের নেতৃত্বে যোগ্য ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি চাই। যে কমিটি মোবাইলে নয়, সম্মেলনের মাধ্যমে ঘোষনা করা হবে। বক্তারা আরো বলেন, আমরা ঘোষিত অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করে ১ মাসের সময় দিয়েছিলাম নতুন কমিটি করার জন্য। কিন্তু ৮ লাখ টাকার বিনিময়ে ঝালকাঠির সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রুহুল আমিন রেজভী এমপি আমুর সহযোগীতায় সদ্য কমিটি ঘোষনা করে। এমনকি জেলা ছাত্রলীগে অছাত্রদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি করার পায়তারা চালাচ্ছে। বক্তারা বলেন, আমুর এমপি হবার ক্ষেত্রে জেলা ছাত্রলীগের ভূমিকা ছিলো অগ্রগন্য। কিন্তু তিনি তাদের বাদ দিয়ে অছাত্র সন্ত্রাসী দিয়ে তার পকেট কমিটি ঘোষনা করিয়েছে। জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা কোন দিন তা মেনে নিবেনা।