BNP is byproduct of Bangabandhu killing: Hasan
— August 16, 2022DHAKA, Aug 15, 2022 (BSS) – Information and Broadcasting Minister Dr Hasan Mahmud today said Ziaur Rahman and his family…
গাইবান্ধা প্রতিনিধি: ‘২০১৩ সন সবার জন্য স্যানিটেশন’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস‘্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স‘ানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা জেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, জনস্বাস‘্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম হালিম উদ্দিন, ফরিদ আহমেদ প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। উল্লেখ্য, ৮ দিনব্যাপী জেলা পর্যায়ের অন্যান্য দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে স‘ানীয় শহীদ মিনার চত্বরে প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী ও স্যানিটেশন বিষয়ক নাটক পরিবেশন, জেলার বিভিন্ন মাঠ পরিদর্শন এবং ৩১ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে মুল্যায়ন সভা।