Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌরসভার ২০১১-১২ অর্থ বছরের জন্য ২৬ কোটি ৭৩ লক্ষ ২০০ টাকার এক বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১৮ লাখ ৮৭ হাজার ৪৯৬ টাকা উদ্বৃত্ত দেখানো হয়। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে সর্বাধিক ২২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার পৌর মেয়র মো: শামছুল আলম তাঁর কার্যালয়ে পৌর কাউন্সিলর ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ২শ’, পানি সরবরাহ খাতে ৬৭ লক্ষ ২৬ হাজার এবং উন্নয়ন খাতে ২২ কোটি ৫০ লক্ষ টাকা আয় ধরা হয়েছে। অপর দিকে রাজস্ব খাতে ব্যয় বাবদ ৩ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ও পানি খাতে ৫৫ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকা বরাদ্দ রেখে বাজেট ঘোষণা করা হয়।