Shimanto Bank signs MoU with Kay Kraft to offer discounts on credit card purchases
— March 26, 2023RN Desk: Shimanto Bank Ltd recently signed a Memorandum of Understanding (MoU) with Kay Kraft at the bank’s head office….
শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা থেকে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আব্দুস সোবহান (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মহিমাগঞ্জ ইউনিয়নের কুশারতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদেরের সমর্থকরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফের সমর্থক আব্দুস সোবহান ও কয়েকজনকে বেধড়ক মারধর করে। এদের মধ্যে গুরুতর আহত অবস’ায় সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস’ার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বলেন, এ বিষয়ে নিহতের বড় ভাই ভোলা মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।