Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনকারী একটি মটর সাইকেল এবং দু’ কলেজ ছাত্রকে আটক করেছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলম’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধরলা সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত টোল আদায় ঘরের সামন থেকে এ ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা গেছে- কুড়িগ্রাম মজিদা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র সাহেদ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহরাব হোসেন সীমান্ত ঘেঁষা নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট নামক স্থান থেকে ৪৫ বোতল ফেনসিডিল নিয়ে মটর সাইকেল যোগে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এখবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলম’র নেতৃত্বে একদল পুলিশ ধরলা সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত টোল আদায় ঘরের সামনে ওঁৎ পেতে থাকে। ফেনসিডিল বহনকারী মটর সাইকেলটি আসা মাত্র পুলিশ ওই মটর সাইকেলটি আটক করে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
মাদক বিরোধী এ অভিযানে অংশ নেয়া এসআই মতিয়ার রহমান জানান- উদ্ধারকৃত ৪৫ বোতল ফেনসিডিলের মধ্যে ২০টি বোতল দু’ ছাত্রের শরীরে ইলাষ্টিক দ্বারা বডিফিটিং করা ছিল। আর অবশিষ্ট ২৫ বোতল ফেনসিডিল একটি ব্যাগে পাওয়া যায়।
মাদক বিরোধী অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলম বলেন- ইউপি নির্বাচন শেষ হবার সাথে সাথে আমরা মাদক বিরোধী অভিযান জোরদার করেছি। সেই চলমান অভিযানের ফসল হচ্ছে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার হবার ঘটনা।