Plastic pollution: A serious threat to environment
— April 30, 2022Md. Arafat Raahman:Plastic pollution is the extraction of plastics by the environment which in turn has adverse effects on wildlife,…
মতিনুজ্জামান মিটু : করোনা হ্যাকারদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সারাবিশ্বে যখন করোনা ভাইরাস আতঙ্ক সেই সময় একশ্রেনীর সাইবার অপরাধী করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য উপাত্ত সমৃদ্ধ ম্যালওয়ার দিয়ে হ্যাক করে সর্বশান্ত করছে মানুষকে।
সাম্প্রতিক সময়ে বিশ্ববিখ্যাত সাময়িকী ফোর্বস তাদের এক নিজস্ব প্রতিবেদনে জানিয়েছে ২২টি দেশে করোনা ভাইরাস নাম ব্যবহার করে সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। এই অপরাধীরা ফিশিং ক্যাম্পেইনও করছে। এ কাজ করেছে ইমোটেড গ্রুপ। তারা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবহারকারীদের সচেতনতার কথা বলে মেইল পাঠায়, তাদের মেইল খুললেই ব্যবহারকারীদের একাউন্ট হ্যাক হয়। এছাড়া বিভিন্ন ডকুমেন্ট পাঠাবার নাম করে ম্যালওয়ার পাঠাচ্ছে অপরাধীরা।
যদিও এখন পর্যন্ত বাংলাদেশে হ্যাকারদের এমন তৎপরতার সংবাদ পাওয়া যায়নি। তবে আগেভাগেই এ ব্যাপারে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হলে ও জনসচেতনতা তৈরি করলে হ্যাকারদের কাছ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আমাদের অনুরোধ অপ্রয়োজনীয় অচেনা লিংকে ক্লিক করবেন না। করোনা ভাইরাস নিয়ে কোন গুজবে কান না দিয়ে আইইডিসিআর’র সহায়তা এবং যেকোন সংকটে ৩৩৩ বা ৯৯৯ এর কল দিয়ে সহযোগিতা নিন।