Proposed budget seems to be a challenging one: BCI
— June 13, 2022Anwar-ul Alam Chowdhury (Parvez), President of Bangladesh Chamber of industries (BCI) said that the proposed budget seems to be challenging…
দিনাজপুর প্রতিনিধি: আন্দোলন-সংগ্রামের গৌরব-উজ্জল ঐতিহ্যের ধারক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে ২৩জুন জেলা আওয়ামীলীগ বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। শোভা যাত্রায়ং নেতৃত্ব দেন সদর এমপি ইকবালুর রহিম। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফুল আহসান লাল, সাংগঠনিক সম্পাদক ফারম্নকুজ্জামান চৌধুরী মাইকেল, হেলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।